হাঁটুর আর্থোস্কোপি চিকিৎসায় খরচ কেমন?

গাঁটের চিকিৎসায় আর্থোস্কোপি করা হয়। এটি আধুনিক চিকিৎসা। হাঁটুর বিভিন্ন সমস্যার আর্থোস্কোপি করা হয়। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৪৬০তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মো. হাসান মাসুদ। বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : যখনই এমন কোনো আধুনিক বা উন্নততর পদ্ধতির বিষয় আসে, তখন খরচের একটি বিষয় আসে। আর্থোস্কোপিতে খরচ কেমন?
উত্তর : হাঁটুর আর্থোস্কোপির জন্য সব মিলিয়ে যেসব স্ক্রু ব্যবহার করি, এগুলো একটু দামি হওয়ায় সব মিলিয়ে ৫০ থেকে ৬০ হাজার টাকা পড়ে যায়।
প্রশ্ন : যেকোনো গাঁটের সমস্যার সঙ্গে জীবনযাপনের ধরন, শরীরের ওজন, ব্যায়াম এগুলোর একটি সম্পর্ক থাকে? আর্থোস্কোপি করার পর রোগীর কী কী নিয়ম মানতে হবে?
উত্তর : আর্থোস্কোপির পর জীবনযাপনের পরিবর্তনের দরকার আছে। প্রথমে বলি যে ওজন যেন না বাড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। অস্ত্রোপচার করলাম আর হয়ে গেল, এটা ভাবলে হবে না। চিকিৎসককে বলতে হবে, এর পর ফিজিওথেরাপি এবং পুনর্বাসন পদ্ধতি করতে হবে। কিছু কিছু বিষয়ে তার একটু সাবধানে থাকতে হবে। কতটুকু ওজন বহন করবে, কতটুকু নড়াচড়া করবে—এগুলো আমরা তাদের বলে দিই।
প্রশ্ন : একজন মানুষের আর্থোস্কোপি করার পর নড়াচড়ার সীমাবদ্ধতার দরকার হয় কি না? কত দিন পর যেতে হয়?
উত্তর : এ ক্ষেত্রে আগে আমরা যেটা করতাম, নড়াচড়া কম করতে বলতাম। তবে এখন আমরা আগেভাগে নড়াচড়া করতে বলি। আমরা বলি, ঠিক দুই সপ্তাহ পর থেকে সে নড়াচড়া করতে পারবে। সে হাঁটাহাঁটি করতে পারবে। দুই সপ্তাহ পর থেকে আরো বাড়াতে বলি। সে হালকা নড়াচড়া করবে, নয়তো সে আটকে যাবে।