চিকিৎসকদের ‘ম্যারাথন ফর লাইফ : দ্য ডক্টরস্ রান’ অনুষ্ঠিত
ঢাকা মেডিকেল কলেজের ফিজিক্যাল মেডিসিন বিভাগ ও বেক্সিমকো ফার্মার সৌজন্যে অনুষ্ঠিত হয়েছে ৫ কিলোমিটার ‘ম্যারাথন ফর লাইফ : দ্য ডক্টরস রান’।
আজ শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ৬টা ৩০ মিনিটে প্রায় পাঁচ শতাধিক চিকিৎসক এই ম্যারাথনে অংশগ্রহণ করেন। দুটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় এই ম্যারাথন।
প্রথমটি পাঁচ কিলোমিটার ও দ্বিতীয়টি ৩ কিলোমিটারের ট্রাকে অংশ নেন চিকিৎসকরা। নারী ও পুরুষ উভয়ই অংশ নিয়েছেন। উভয় ক্যাটাগরির ১৫ জন পুরুষ ও ১৫ জন নারী চিকিৎসককে বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

ম্যারাথনে অনেক জ্যেষ্ঠ চিকিৎসকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তাদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মনিরুল ইসলাম, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মামুন মোস্তফী, মনোরোগ বিশেষজ্ঞ মেজর (অব.) অধ্যাপক ডা. আব্দুল ওহাব মিনার, অধ্যাপক ডা. মনিরুজ্জামানসহ অন্যান্য চিকিৎসকরা। এ সময় চিকিৎসকরা তাদের বক্তব্যে তুলে ধরেন শারীরিকভাবে সুস্থ থাকার নানান বিষয়।